সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ৮

সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সাইলো সড়কে বিদ্যুৎ কেন্দ্রের সামনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সহসভাপতি শফিক ও যুবলীগ নেতা হিমেলের নেতৃত্বাধীন গ্র“পের নেতাকর্মীদের মধ্যে সংঘটিত এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের পাশে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রজেক্টের ঠিকাদারি কাজ করে আসছিল সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের ভায়রা হুমায়ুন ও শ্যালক ছাত্রলীগ নেতা শফিক। অপরদিকে এ বিদ্যুৎ প্লান্টে কাজ পাওয়ার জন্য মরিয়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের শেল্টারে থাকা যুবলীগ নেতা হিমেল ও তার সহযোগীরা। মঙ্গলবার দুপুরে হিমেলের নেতৃত্বে শরিফ, সায়েমসহ ২০-২২ জন যুবলীগ কর্মী ওই বিদ্যুৎ প্লান্টের সামনে গিয়ে ঠিকাদারি কাজের জন্য বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করছিল শফিকের সমর্থকরা। হিমেল গ্রুপ শফিক গ্রুপের ওপর হামলা চালায়। এতে শফিক গ্রুপের মাহাবুব, আ. আজিজ, সাইফুল ও আবদুর রব আহত হন। এ সময় শফিক গ্রুপের পাল্টা হামলায় হিমেল গ্রুপের শরিফ, সোহেল ও আবদুর রহমানসহ ৪ জন আহত হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments

Powered by Blogger.