জেরুজালেমের উপাসনালয়ে হামলা : নিহত ৪

পশ্চিম জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে অজ্ঞাত দুই দুর্বৃত্তের হামলায় ইসরাইলের চারজন নাগরিক নিহত হয়েছেন।
সোমবার হারাভ শিমন আগাসী স্ট্রিটের একটি সিনাগগে দুজন লোক পিস্তল ও ছুরি দিয়ে ওই চার ইসরাইলিকে হত্যা করে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। পুলিশের দাবি, আক্রমণকারীরা পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি নাগরিক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ পবিত্র স্থান আল আকসা মসজিদ নিয়ে বেশ কিছুদিন ধরেই ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ইসরাইল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন, আমরা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছি।
এ হত্যাকাণ্ডের কঠোর জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আল আকসা বা হারাম আল-শরিফে ইহুদিদের প্রার্থনার দাবি জানিয়ে প্রচারণা চালাচ্ছে গোঁড়া ইহুদিদের একটি অংশ। এ ঘটনার জের ধরে একজন ইহুদি ধর্মীয় নেতা নিহত হলে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

No comments

Powered by Blogger.