সর্ববৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ভারত

বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ভারত এবার অস্ত্র রফতানিতেও শীর্ষে থাকার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে বিশ্ব অস্ত্র আমদানির ১৪ শতাংশই ভারতের দখলে। যা চীনের তুলনায় ৩ গুণ। রোববার প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইন্সটিটিউটের গবেষণা রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে অস্ত্র আমদানির শীর্ষ অবস্থানে রয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের। সুইডেনভিত্তিক এ সংস্থার মতে, গত ৭ বছর ধরে ভারত অস্ত্র আমদানির ক্ষেত্রে ১৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করছে। ২০০৬ সালে ভারতের অস্ত্র আমদানির পরিমাণ ছিল মাত্র ১ হাজার ৪২৯ মিলিয়ন ডলার। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮১ মিলিয়ন ডলার। অস্ত্র আমদানির বড় ক্রেতা হিসেবে ভারত চীনের স্থলাভিষিক্ত হয় ২০১০ সালে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে ভারতে অস্ত্র তৈরি করা হবে। এতে ভারত শুধু প্রতিরক্ষা সরঞ্জামের প্রস্তুতকারক হবে না, বরং বিশ্বের বড় অস্ত্র রফতানিকারক দেশেও পরিণত হবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ ইন্সটিটিউট, ওয়াশিংটন পোষ্ট।

No comments

Powered by Blogger.