ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মারা গেছেন

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাওয়ি (৫৭) মারা গেছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান তিনি। 'সন্ত্রাসবিরোধী যুদ্ধে' যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর একজন মিত্র হিসেবে পরিচিত ছিলেন জেনাওয়ি।


জেনাওয়ির মরদেহ গতকাল বুধবার দেশে আনা হয়েছে। এ সময়ে রাজধানী আদ্দিস আবাবার বিমানবন্দরে হাজার হাজার সমর্থক শোক প্রকাশ করে। বিমানবন্দর থেকে সামরিক মর্যাদায় তাঁর মরদেহ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়। দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে তাঁর শেষকৃত্যের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারের মুখপাত্র বেরেকেত সিমন জানিয়েছেন, উপপ্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালেন (৪৭) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। জেনাওয়ির দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোগী দেসালেন ২০১০ সাল থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন জেনাওয়ি। তবে গত জুলাই মাসে রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে তিনি অনুপস্থিত থাকলে তাঁর গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। সে সময় সরকার জানিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী কিছু দিন ছুটিতে থাকবেন।
১৯৯১ সালে কমিউনিস্ট নেতা মেঙ্গিসতু হাইলে মারিয়ামের সামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসেন সাবেক গেরিলা নেতা জেনাওয়ি। এরপর দেশের অর্থনৈতিক সংস্কারে নেতৃত্ব দেন তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেন আফ্রিকার একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইথিওপিয়াকে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কৃতিত্ব তাঁকেই দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে জেনাওয়ি দুই বার সোমালিয়ায় বিদ্রোহ দমনে সেনা পাঠান। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.