শুমারির তথ্য ভুল দুঃখ প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো

ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে আদিবাসীদের তথ্য ভুল হয়েছে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ব্যুরো বলেছে, প্রতিবেদনে সংশ্লিষ্ট অংশে হেডিং টাইপ করার সময় এই ভুল হয়। এই ভুল অনিচ্ছাকৃত এবং তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।


গত ১৭ আগস্ট প্রথম আলোয় ‘৪৭ জেলায় আদিবাসীর সংখ্যা কমেছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে শুমারির তথ্য তুলে ধরে বলা হয়, উত্তরের জেলা নওগাঁয় ২৪ হাজার ৪০৯ জন চাকমা বাস করে। অন্যদিকে বরগুনায় এক হাজার ৫৯ জন মালপাহাড়ি, ২৯ জন চাকমা ও ২৭ জন ডালু বাস করে। সরকারি হিসাবে বরগুনা জেলায় কোনো রাখাইন বাস করে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পক্ষে ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১’ প্রকল্পের পরিচালক অসীম কুমার দে চিঠি দিয়ে এই প্রতিবেদনের জন্য প্রথম আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, ‘প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদক যথার্থভাবে নওগাঁ ও বরগুনার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তথ্যে শুমারি রিপোর্টের অসংগতি তুলে ধরেছেন। নওগাঁ জেলার রিপোর্টের সংশ্লিষ্ট অংশে কলামের ‘হেডিং’ করার সময় এ ভুল সংগঠিত হয়। নওগাঁ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে মালপাহাড়ির পরিবর্তে ওঁরাও, চাকমার পরিবর্তে সাঁওতাল এবং ডালুর পরিবর্তে বর্মণ হবে। একইভাবে, বরগুনা জেলায় মালপাহাড়ির পরিবর্তে রাখাইন এবং ডালুর পরিবর্তে মারমা হবে। জয়পুরহাট জেলার ক্ষেত্রে একই ভুল হয়েছে। সেখানে মালপাহাড়ির পরিবর্তে ওঁরাও, চাকমার পরিবর্তে বর্মণ এবং ডালুর পরিবর্তে সাঁওতাল হবে। এ ভুলের কারণে দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গোষ্ঠীভিত্তিক বা মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হবে না।’
প্রকল্পের পরিচালক চিঠিতে বলেন, ‘ইতিমধ্যে ওয়েবসাইটে ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং রিপোর্ট মুদ্রণের সময় তা যথাযথভাবে সংশোধন করা হবে। এ ধরনের অনিচ্ছাকৃত ভুলের জন্য শুমারির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছিল ‘পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ২৭টি।’ এ ব্যাপারে অসীম কুমার দে বলেন, ‘মূলত সংস্কৃতি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে চিহ্নিত করেছে। পরিসংখ্যান ব্যুরো শুমারিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীভিত্তিক তথ্য সংগ্রহে উক্ত তালিকা ব্যবহার করেছে।’

No comments

Powered by Blogger.