সবার ওপরে পুলিশ সত্য তাহার ওপরে নাই! by লুৎফর রহমান রিটন

‘পুলিশ এখন আগের চেয়ে ভালো’
সাংবাদিকরা খামোখা চমকালো!
আগের থেকে অনেক ভালো পুলিশ
তাদের নিয়ে তবুও প্রশ্ন তুলিস!


পুলিশ এখন ভালো আগের থেকে
ঘাবড়ায় না আইনজীবীদের দেখে!
বিষ নামাতে পুলিশ এখন ওঝা
টিচারদেরও পিটিয়ে করে সোজা!
পুলিশ এখন ডান্ডা মেরে রোজ—
কেবল করে সাংবাদিকের খোঁজ!
পুলিশ এখন ভালো আগের চেয়ে
ছাড় দেয় না এত্তোটুকুন মেয়ে!
পুলিশ এখন আদালতের মোড়ে
ইয়ের মতো হন্যে হয়ে ঘোরে!
পুলিশ এখন সেরের ওপর সোয়া
তাই পুলিশের বিবেক গেছে খোয়া।
যতই লাফাও চেঁচাও চিড়িক পিড়িক
প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকটিরিক—
লাভ হবে না কাজ হবে না তাতে
একচ্ছত্র ‘পাওয়ার’ ওদের হাতে!
পুলিশ এখন ধার ধারে না মোটে
তাই মুখে তার খিস্তি ফুটে ওঠে।
বীর পালোয়ান ভয় পাবে সে কিসে?
মারবে পুলিশ পায়ের তলায় পিষে।
দুঃসাহসী নেই কোনো ভয় ডর
পুলিশ পুলিশ পুলিশ ভয়ংকর!
পুলিশ এখন আগের থেকে পটু
স্লিম ফিগারের, নেই ভুঁড়ি নয় মটু!
পুলিশ এখন আগের চেয়ে কড়া
তাই খবরদার লিখিস না যেন ছড়া!
যাসনে কাছে, যাসনে কাছে বোকা
খেপলে পরে মারতে পারে টোকা!
ওদের হাতেই মরা কিংবা বাঁচা
দূরত্ব তাই বজায় রাখিস বাছা!
খুব প্রয়োজন ডিস্ট্যান্সটা রাখা
বুদ্ধি দিলেন গোবর্ধনের কাকা!
পুলিশ এখন নয় রে এত্তো‘টুকু’!
বুঝলি কিছু? বুঝলি খোকা-খুকু?
পুলিশ হচ্ছে একটিমাত্র ‘জাতি’—
সবার গায়েই মারতে পারে লাথি!
নেই পুলিশের চক্ষু এবং কান
ফ্রাংকেনস্টাইন হচ্ছে দৃশ্যমান!
রাষ্ট্রযন্ত্র ভাঙবে সে খানখান?
হইতে পুলিশ সাবধান! সাবধান!!


বলব কী আর ভাই—
সবার ওপরে পুলিশ সত্য তাহার ওপরে নাই...!

No comments

Powered by Blogger.