গেমস-উত্তরাধিকার by সুমন পাটওয়ারী

কিছু ব্যাপারের দায়ভার এড়িয়ে যাওয়া য়ায় না। পূর্বপুরুষের ঋণ সবাইকে শোধ করতে হবে। একটা সময় কাউকে না কাউকে পূর্বপুরুষের ফেলে যাওয়া কাজ শেষ করতে হয়। সেই ব্যাপারটি আরও বেশি প্রতীয়মান হয়ে উঠেছে কম্পিউটার গেমস এসাসিন ক্রিডে।


ধারাবাহিক এই গমসের এবারের এসাসিনস ক্রিড রেভ্যুলেশনস পর্বে আততায়ী গোষ্ঠীর উত্তরাধিকারী ডেসমন্ড মাইলসের মস্তিষ্ক ও চিন্তাশক্তি এনিমাস মেশিনের মধ্যে আটকা পড়ে গেছে। গেমের শেষের দিকে সে এনিমাস থেকে মুক্তি পায়। তবে ডেসমন্ডের জিনে রয়েছে পিস অব ইডেনে অজানা ইতিহাস। আর এতে আছে অকল্পনীয় শক্তি, যার লোভে সেই ক্রুসেডের যুগ থেকে এখন পর্যন্ত টেম্পলাররা তা খুঁজে বেড়াচ্ছে। আততায়ী গোষ্ঠী যুগ যুগ ধরে পিস অব ইডেনকে সুরক্ষিত রেখেছে। ডেসমন্ডের স্মৃতির আবডালে লুকিয়ে আছে পিস অব ইডেনের সন্ধান, তাই তাকে এনিমাস নামের এক মেশিনে রেখে তার জিন থেকে পুরোনো কাহিনিগুলো ঘেঁটে দেখে পিস অব ইডেনের সন্ধান চায় টেম্পলাররা। গেমটি বাস্তবসম্মতভাবে তৈরি করা হয়েছে। গেমের গ্রাফিকস এতই সুন্দর ও সাবলীল হয়েছে যে কেউ দেখলে তা সিনেমা বলে মনে করবেন। ইনগেম গ্রাফিকস ও মুভি গ্রাফিকসের কোনো পার্থক্য নেই। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে—এই গেমের গ্রাফিকসের কারুকাজ। আর পিলে চমকানো সাউন্ড ইফেক্ট গেমারকে মুগ্ধ করবে বেশ সহজে।

যা যা প্রয়োজন
প্রসেসর: ইন্টেল কোর টু ডুয়ো ২.২ গিগাহার্টজ, এএমডি এথলন এক্সটু ৪৬০০+
র‌্যাম: ২ গিগাবাইট
গ্রাফিকস কার্ড: ৫১২ মেগাবাইট (ন্যূনতম এনভিডিয়া জিফোর্স ৮৮০০ জিটি/এটিআই রেডিওন এইচডি ৩৮৫০)
হার্ডডিস্ক: ১২ গিগাবাইট খালি জায়গা

No comments

Powered by Blogger.