শর্তহীন সংলাপে রাজি সরকার

শর্তহীন যে কোন সংলাপে সরকারের রাজি থাকার কথা জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তবে এ সংলাপ হতে হবে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংবিধানের বাইরে কোনো সংলাপ হবে না। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে অনলাইন সংবাদ সংস্থা পিটিবি’র ‘স্বাধীনতার চারদশক প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত বলেন, দেশের একমাত্র সংকট বিরোধীদল। তারা যদি সোজা পথে হাঁটে তাহলে গণতন্ত্রও সোজা পথে হাঁটতে পারবে, কোনো সংকট থাকবে না। গণতন্ত্রে সবসময় দ্বন্দ্ব থাকবে, তবে এগুলোর সমাধানের একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ। এখানে আসুন সংকট উত্তরণের পথ বের করে আপনাদের দায়িত্ব পালন করুন। তিনি বলেন, যে যত কথাই বলুক না কেন আগামী নিবার্চন খালেদা জিযার ১৫ই ফেব্রুয়ারির নিবার্চনের মতো হবে না। আমি এতোটুকু আশ্বাস দিতে পারি।  বিরোধীদলের উদ্দেশে বলেন, দেশে এতো সংকট থাকতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনাদের এতো মাথা ব্যাথা কেন? আপনাদের এখন চিন্তা করতে হবে বিশেষ সরকার চান, নাকি গণতন্ত্র চান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে এসে অনেক ওয়াজ নসিহত করে গেছেন। হিলারি ক্লিনটনের কথায় আমাদের দেশে নির্বাচন হবে না। সাম্প্রতিক সময়ে পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ গণমাধ্যমের উপর যেভাবে চড়াও হচ্ছে তা মোটেও কাম্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশে স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে। প্রকৌশলী ম. ইনামুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

No comments

Powered by Blogger.