রোববার শেরপুরে অর্ধদিবস হরতাল

শেরপুর প্রতিনিধি: পুলিশের দায়েরকৃত মামলায় শেরপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে আগামী রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি। গতকাল বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ এডভোকেট এ কে এম সাইফুল ইসলাম কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, আইনজীবী সমিতির সভাপতি এড. মো. সিরাজুল ইসলাম, মো. সাইফুল ইসলাম স্বপন প্রমুখ। সম্মেলনে জানানো হয়, জিআর ২২৭/২০১২ মামলায় তথাকথিত গাড়ি পোড়ানোর ঘটনায় শেরপুর সদর থানা পুলিশ দ্রুত বিচার আইনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরপিতা মো. আবদুর রাজ্জাক আশীষ, থানা বিএনপির সভাপতি ও সাবেক বিআরডিবির সভাপতি মো. ফজলুল হক বাদশা, শহর বিএনপির সভাপতি ফজলুর রহমান তারা, জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপম, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দীজেন্দ্র চন্দ্র, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান তালুকদারকে আসামি করে। নেতৃবৃন্দ উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এবং নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তারা গতকাল নিম্ন আদালতে হাজির হলে তাদের জেলহাজতে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যে গাড়িটি পোড়ানোর অভিযোগে মামলা করা হয়েছে, তার আদৌ কোন অস্তিত্ব নেই। এমনকি গাড়ি পোড়ানোর সংবাদ কোন মাধ্যমে প্রচার বা প্রকাশও হয়নি। কথিত গাড়ির মালিক ও চালক এফিডেভিটের মাধ্যমে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন।

No comments

Powered by Blogger.