‘মামলা ও গ্রেপ্তারে আন্দোলন স্তব্ধ হবে না’

‘মামলা ও গ্রেপ্তার করে রাজনৈতিক আন্দোলন স্তদ্ধ করা যায় না, যাবেও না’-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন মন্তব্য করে সরকারকে বলেছেন, যদি তাই হতো তাহলে এখনও আইয়ুব সরকার ক্ষমতায় থাকতো। সুতরাং, এ সরকার যতই নির্যাতন, নিপীড়ণ, মামলা করুক, জনগণের আন্দোলনের মুখে এ সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের বোধোদয় হবে এবং বিএনপির নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও জনগণের দাবি মেনে নেবে। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি জনগণের দাবি মেনে না নিয়ে সরকার প্রতিহিংসাপরায়ন হয়, তাহলে আন্দোলন করেই এ সরকারের কাছ থেকে ওই দাবি আদায় করে নেবে জনগণ। যদি আইন ও গণতন্ত্র দুটোকেই সরকার অগ্রাহ্য করে, তাহলে জনগণের আন্দোলন করা ছাড়া কোন পথ থাকবে না। কাশিমপুর কারাগারে বিএনপি নেতাদের নির্যাতন ও পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির সিনিয়র নেতাদের যেভাবে নির্যাতন করছে, তা রাজনৈতিক অপসংস্কৃতির সৃষ্টি করেছে। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

No comments

Powered by Blogger.