কেশবপুরসভার উদ্যোগ

কেশবপুর বন্ধুসভা এসএসসি পরীক্ষার ফলাফল ইন্টারনেট থেকে পাওয়ার সুযোগ করে দেয় শিক্ষার্থীদের। ৭ জুন উপজেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে গ্রামের মধ্যে ছোট্ট একটি বাজারে ফলাফল প্রদান করে।আশপাশে বুড়িহাটী, হাসানপুর, হাড়িয়াঘোপ, ঝিকরা, শ্রীপুর, গ্রামের শিক্ষার্থীরা সেখানে এসে ও মুঠোফোনের মাধ্যমে ফলাফল নেয়।
শিক্ষার্থীরা ফলাফল পেয়ে আনন্দে বলে, এই সুযোগ আমরা ভাবতেই পারিনি। এই সুযোগ না হলে আমাদের কেশবপুর যেতে হতো ।
সহযোগিতা করে বন্ধুসভার আবুল হোসেন রাজীব, জুয়েল, মুকতাদুর রহমান শিবলু, বাসুদেব পাল, উজ্জ্বল, তাহের, অমিত দাস। ফল প্রকাশের পরে স্থানীয় প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা রাতে বনভোজনের আয়োজন করেন।
 আবুল হোসেন

No comments

Powered by Blogger.