ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় by কাজী মদীনা

ড. গোলাম মহিউদ্দিন নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মানসপটে এমন এক ব্যক্তির মুখ ভেসে ওঠে, যিনি বহুগুণে গুণান্বিত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাকি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব, নাকি উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, নাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয়


পরিষদ সদস্য, নাকি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাধারণ সম্পাদক_ কী বিশাল ক্যানভাসে, কী বিচিত্র তার কর্মযজ্ঞ। শুধু সাধারণ সদস্য হিসেবে নয়, দায়িত্বশীল পদে থেকে দায়িত্বভার কাঁধে নিয়ে তিনি চলেছেন অবলীলাক্রমে। সামাজিক উন্নয়ন, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতির যে অঙ্গনেই তার পদক্ষেপ পড়েছে সেখানেই তার সাফল্য এসেছে_ উদীচীর কর্মকাণ্ডে সেভাবেই তাকে আমরা দেখেছি।
গোলাম মহিউদ্দিনের নানা কর্মকাণ্ডই তাকে করেছে মহীয়ান। তিনি তার কর্মজীবন শুরু করেন সিভিল সার্ভিসে খাদ্য মন্ত্রণালয়ের একজন প্রকৌশলী হিসেবে। পরবর্তী সময়ে অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন। দেশে যখন কোনো সংকট দেখা দিয়েছে ঝড়ের বেগে ছুটে গেছেন গোলাম মহিউদ্দিন। ভাবলে অবাক লাগে, পথে-প্রান্তরে, মাঠে-ময়দানে, গ্রামে-গঞ্জে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে মানুষটি কাজ করেছেন তিনি আবার সর্বোচ্চ বিদ্যাপীঠে, কী অসাধারণ ধীশক্তিতে প্রজ্ঞা ও জ্ঞানের সমাবেশ ঘটিয়ে পাঠদান করছেন। লিখে চলেছেন একের পর এক জ্ঞানগর্ভ প্রবন্ধ। দারিদ্র্য বিমোচন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বাজেট, শিক্ষক আন্দোলন, মুক্তিযুদ্ধের অর্থনীতি, বাংলাদেশের উন্নয়ন ধারা, বাংলাদেশের লিংকেজ শিল্পের উন্নয়ন, তৃতীয় বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উন্নয়ন ইত্যাদি বিষয়ে ১৩২টি প্রবন্ধ লিখেছেন। তার অনেক লেখাই আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। সে সঙ্গে বিভিন্ন কনফারেন্স ও সেমিনারে পঠিত হয়েছে তার বহু প্রবন্ধ। তার সম্পাদিত বইয়ের মধ্যে জড়ষব ড়ভ ঊহমরহববৎং রহ চড়াবৎঃু ধষষবারধঃরড়হ রসঢ়ৎড়ারহম ধাধরষধনরষরঃু ড়ভ চড়বিৎ রহ ঝড়ঁঃয অংরধ-ংবধৎপয ভড়ৎ ড়ঢ়ঃরসধষ ঞবপযহড়ষড়মরপধষ ড়ঢ়ঃরড়হ উল্লেখযোগ্য। এত জটিল ও কঠিন বিষয়ে কাজ করার পরও গোলাম মহিউদ্দিনকে যখন দেখতাম মিছিল-মিটিংয়ে একেবারে সোজাসাপটা কথা বলছেন, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের মানুষের কল্যাণের চিন্তায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন নিরন্তর। তখন পণ্ডিত ব্যক্তিটিকে একেবারে সাধারণ মানুষের কাতারে এনে বলতে ইচ্ছা করে_
'ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারই হোক জয়।'
আজ ১৮ এপ্রিল। ২০০৪ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন। আমি সে প্রাজ্ঞ শিক্ষাবিদ, প্রবন্ধকার, লেখক, প্রশাসক, সংগঠক, সৎ কর্মী, বিনয়ী, মিষ্টভাষী, প্রাণচঞ্চলে ভরপুর, সংকটে সহায়, অসাম্প্রদায়িক মুক্তমনা ড. গোলাম মহিউদ্দিনের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করি গভীর মমতায়, শ্রদ্ধা ও ভালোবাসায়।

No comments

Powered by Blogger.