মরা মুরগি বিক্রির অভিযোগে দু’জনের কারাদণ্ড

রাজধানীর তেজগাঁও স্টেশন রোডের একটি মুরগির আড়তে অভিযান চালিয়ে বুধবার সকালে মরা মুরগি বিক্রির অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, গোলাম আলী (৩৯) ও শাহ আলম (২৮)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বুধবার সকালে স্টেশন রোডের ওই মুরগির আড়তে অভিযান চালান। সেখানে অভিযান চালিয়ে ১৩১টি মরা মুরগিসহ গোলাম আলী ও শাহ আলমকে গ্রেফতার করে র‌্যাব। মরা মুরগি বিক্রির সঙ্গে জড়িত থাকায় তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গোলাম আলী ও শাহ আলমের নেতৃত্বে তাদের সহযোগীরা বিভিন্ন আড়ত থেকে মরা মুরগি সংগ্রহ করে একটি চক্রের মাধ্যমে বিভিন্ন খাবার হোটেলে সরবরাহ করত বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

No comments

Powered by Blogger.