নাবালিকার জিম্মা বিড়ম্বনা by মোবারক হোসেন

প্রিয়াংকা রায় (ছদ্মনাম)। বয়স অনুমান ১৪-১৫ বছর। দশম শ্রেণীর ছাত্রী। মোটামুটি আকর্ষণীয় চেহারার অধিকারী সে। তার বাবা ছোটখাটো ব্যবসা করেন, আর মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ঘটনাক্রমে প্রিয়াংকা তাদের এলাকার এইচএসসি পড়ুয়া এক বখাটে মুসলমান ছেলে রুবেলের (ছদ্মনাম) প্রেমে পড়ে যায়।


রুবেলের বাবা বেশ প্রভাবশালী এবং স্থানীয় নেতা। একপর্যায়ে রুবেল ও প্রিয়াংকা পালিয়ে গিয়ে কাজি অফিসের মাধ্যমে বিয়েও করে ফেলে। প্রিয়াংকার বাবা রুবেল ও তার বাবা-ভাইদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোর করে অপহরণ, ধর্ষণ ও সহায়তার অভিযোগ এনে মামলা করেন। পুলিশ মাস খানেক পর ঢাকায় রুবেলের এক আত্মীয়ের বাসা থেকে প্রিয়াংকাকে উদ্ধার করে। তাকে কোর্টে হাজির করা হলে সে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়ে বলে, তাকে কেউ অপহরণ বা ধর্ষণ করেনি। সে স্বেচ্ছায় রুবেলের সঙ্গে গেছে এবং ধর্মান্তরিত হয়ে রুবেলকে বিয়ে করে তার সঙ্গে সংসার করছে। সে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি না হওয়ায় ম্যাজিস্ট্রেট তাকে জিম্মায় দিয়ে দিতে চান। কিন্তু তাকে জিম্মায় দেওয়ার ব্যাপারে ঘোর বিপত্তি বাধে। সে তার দাবিকৃত স্বামীর বাড়ির লোকের সঙ্গে যেতে চায়, আবার তার মা-বাবাও তাকে জিম্মায় নিতে চান। আইনের সাধারণ বিধান হচ্ছে, কেউ সাবালিকা হলে তাকে নিজ জিম্মায় ছেড়ে দিতে হবে, আর সে নাবালক বা নাবালিকা হলে তার আইনানুগ অভিভাবকের জিম্মায় দিতে হবে। তবে এ ক্ষেত্রে মেয়ের জোর আপত্তি বা অনিচ্ছার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। না হয় তার পরবর্তী কোনো দুর্ঘটনা বা সমস্যার জন্য কোর্টও পরোক্ষভাবে দায়ী হয়ে যান। তাই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাকে নিরাপদ হেফাজতে দেওয়ার আদেশ দিয়ে আদালত জানলেন, সেই জেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে এ রকম কোনো আশ্রয়কেন্দ্র নেই। উল্লেখ্য, বাংলাদেশের দু-চারটা জেলা ছাড়া কোথাও এ রকম কোনো নিরাপদ হেফাজত বা আশ্রয়কেন্দ্র নেই। এদিকে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ম্যাজিস্ট্রেট বাধ্য হয়ে তাকে নিরাপদ হেফাজতের নামে দুই দিন বিশেষ ব্যবস্থায় জেলা কারাগারে রেখে পরে জাতীয় কিশোরী সংশোধনাগার, টঙ্গীতে পাঠান। দূরবর্তী নিরাপদ হেফাজতের আশ্রয়কেন্দ্র থেকে নিয়মিত আদালতে হাজির করাও সময়সাপেক্ষ ও মুশকিলের ব্যাপার। দেশের প্রায় প্রতি জেলাতেই নাবালক-নাবালিকা নির্যাতিতাকে নিরাপদ হেফাজতে দেওয়ার ব্যাপারে এবং সেখান থেকে তাদের আদালতে হাজির করার ক্ষেত্রে এ রকম বিড়ম্বনায় পড়তে হয়। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা রক্ষার সুবিধার্থে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করি।
লেখক  আইনজীবী, জজ কোর্ট, নরসিংদী

No comments

Powered by Blogger.