পাঠক কর্নার: সেরা চিঠি-এ অশ্রু প্রেরণার

এশিয়া কাপের ফাইনালটা শেষ হতে পারত আনন্দাশ্রু দিয়ে। তা হয়নি বলে যতটা না আক্ষেপ আর হতাশা, তার চেয়ে বেশি হূদয়ে বেজেছে স্বপ্নভঙ্গের করুণ ধ্বনি। ১৬ কোটি হূদয়ে লালন করা এক অপ্রত্যাশিত জয়কে হাতের মুঠোয় এনে ছেড়ে দেওয়ার যে যন্ত্রণা, তা শুধু হূদয়ে রক্তক্ষরণই করেনি, কাঁদিয়েছে দলের ক্রিকেটারদের, পুরো দেশকে।


তাদের চেখে অপ্রাপ্তির যে অশ্রু, যে বেদনা, তা আমাদের যে শুধু আফসোসে পুড়িয়েছে তা নয়, নতুন করে পথ চলতেও শিখিয়েছে। অবিস্মরণীয় এই সিরিজ নতুন করে আশার সঞ্চার করেছে। দুর্দিনকে জয় করে আজ বাংলাদেশ স্বপ্নপথের যাত্রী। সাকিব, তামিম, মুশফিকদের গর্জন নতুন করে শুনেছে বিশ্ব। তাই তোমাদের অভিনন্দন। তোমাদের সামনে পড়ে রয়েছে দীর্ঘ পথ। নানা প্রতিকূলতা মাড়িয়ে সে পথ পাড়ি দিতে হবে তোমাদের। তাই তোমাদের অশ্রু যেন হতাশার না হয়। স্বপ্নভঙ্গের এই অশ্রুকে প্রেরণা করে তোমরাই একদিন ভাসবে আনন্দাশ্রুতে। সেই প্রতীক্ষাতেই তাকিয়ে রইলাম তোমাদের দিকে।
পাপিয়া তানজিয়া
উত্তরা, ঢাকা

প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড।
ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

No comments

Powered by Blogger.