চট্টগ্রাম বরিশাল নৌপথ বন্ধ নয় মাস by নিয়াজ তুহিন

চট্টগ্রাম-বরিশাল নৌপথে দীর্ঘ নয় মাস যাবৎ জাহাজ চলাচল বন্ধ রয়েছে। জাহাজ-সংকটের কারণে ব্যস্ততম এ নৌপথটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফলে ভোগান্তি বাড়ছে বরিশালগামী যাত্রীদের।


বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে চলাচলকারী জাহাজ এখন সন্দ্বীপ ও হাতিয়া পর্যন্ত চলাচল করলেও বরিশাল যায় না। ২০১১ সালে বরিশালে অনিয়মিতভাবে জাহাজ চলাচল করলেও ওই বছর ২৩ জুন থেকে জাহাজ চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়। এই রুটে চলাচলকারী পাঁচটি জাহাজের মধ্যে তিনটিই এখন বিকল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। বর্তমানে সন্দ্বীপ ও হাতিয়ায় এমভি আব্দুল মতিন ও এমভি মনিরুল হক চলাচল করছে। কিন্তু এ জাহাজ দুটি বরিশাল যায় না। বরিশালে যাতায়াত করত এমন তিনটি জাহাজ এখন বিকল। এর মধ্যে এমভি আলাউদ্দিন মেরামতের জন্য ২০০৯ সাল থেকে নারায়ণগঞ্জ ইয়ার্ডে রয়েছে। এমভি মতিন বর্তমানে বিকল অবস্থায় পড়ে আছে। সর্বশেষ গত বছর এমভি বারো আউলিয়া অকেজো হয়ে পড়েছে।
্রবরিশাল সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ব্যস্ততম নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন বরিশালের যাত্রীরা। তাঁরা এখন সড়ক-পথে ঢাকা হয়ে আসা-যাওয়া করেন। বরিশাল সমিতির পক্ষ থেকে জাহাজ চলাচলের দাবিতে চলতি বছর জানুয়ারি মাসে মানববন্ধন করা হয়। এর পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি।’
সদরঘাটে অবস্থিত বরিশাল ঘাটের ইজারা নিয়েছেন ফিরোজ শাহ। তিনি বলেন, ‘চট্টগ্রাম-বরিশাল রুটে যাত্রীর চেয়ে মালামাল পরিবহন বেশি হয়। খরচ কম বলে নৌপথে ব্যবসায়ীরা মালামাল পরিবহন করেন। কিন্তু জাহাজ চলাচল বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জাহাজ চলাচল শুরুর দাবিতে বিআইডব্লিউটিসিকে আটবার চিঠি দেওয়া হয়েছে। আশ্বাস মিললেও জাহাজ চলাচল শুরু হয়নি এখনো।’
সূত্রে জানা যায়, বিগত ১০ বছরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে কোনো নতুন জাহাজ সংযোজন করেনি। এমভি মতিন ও এমভি আলাউদ্দিন জাহাজ দুইটি মেরামত সময়সাপেক্ষ ব্যাপার। এমভি বারআউলিয়া চলাচলের উপযুক্ত হতে আরও ছয় মাস লাগবে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার (যাত্রীসেবা) মো. গিয়াস উদ্দিন পাটোয়ারি জাহাজস্বল্পতা ও নতুন জাহাজের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘বিষয়টি কেন্দ্রীয় কার্যালয়কে জানানো হয়েছে। যাত্রীদের কথা চিন্তা করে কয়েক মাসের মধ্যে জাহাজ চলাচল শুরু হবে। এ কারণে এখন পুরোদমে জাহাজ মেরামতের কাজ চলছে।’

No comments

Powered by Blogger.