প্রতিক্রিয়া-সন্তান নিয়ে অপবাদ এবং ওয়ারেন্ট জারির গল্প

গত ২৬ ফেব্রুয়ারি ‘আইন অধিকার’ পাতায় ‘সন্তান নিয়ে অপবাদ এবং ওয়ারেন্ট জারির গল্প’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে ব্যথিত হলাম যে বিলকিসের মতো একজন শিক্ষিত মেয়েও এখনো সামাজিক বৈষম্যের বৃত্ত থেকে বের হতে পারেননি। গর্ভে ধারণ করা নিজ সন্তানকে নিয়ে বিলকিস যে মিথ্যা অপবাদ ও নিষ্ঠুর নির্যাতনের শিকার, তা আমাদের সমাজব্যবস্থা যে


পেছনের দিকে ধাবিত হচ্ছে, তারই ইঙ্গিত দেয়। ঘুরেফিরে একই সমস্যা—যৌতুক। কবে আমাদের দেশের মেয়েরা যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পাবে? এ প্রতিবেদন পড়ে আরও একটি জিনিস দেখলাম, বিয়ের সময় ঘটকের সত্য গোপন করা। একশ্রেণীর ঘটক টাকার লোভে বিয়ের সময় সত্য কথাগুলো গোপন রাখে। এটি গুরুতর অপরাধ বলে মনে করি। এসব ঘটকের শাস্তি হওয়া উচিত। বিলকিসের এই করুণ পরিণতির জন্য অনেকাংশে এই অসাধু ঘটক দায়ী। প্রতিবেদনে উল্লিখিত বিলকিসের চিঠির শেষাংশের প্রশ্নগুলো মর্মাহত করছে। গণতান্ত্রিক দেশের আইন কাদের জন্য, এটি বিলকিসের মতো আমারও প্রশ্ন। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত বিলকিসের প্রশ্নগুলো হয়তো নীরবে কেঁদেছে, কিন্তু এখন তো কাঁদার কথা নয়। আমরা কি বিলকিসের জন্য কিছু করতে পারি না?
মো. কোরবান আলী, শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।

No comments

Powered by Blogger.