অর্থনৈতিক সংকট আট থেকে ১০ বছর থাকবেঃ অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘‘বাংলাদেশে অর্থনীতিতে সংকট চলছে। আমরা এ সংকটে ভালভাবে বিশ্লেষণ করছি। এ অর্থনেতিক সংকট আগামী ৮ থেকে ১০ বছর থাকবে। এ সংকটের নিরসনে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা।’’
শনিবার আওয়ামী লীগ আয়োজিত বিএমএ মিলনায়তনে ‘মহাজোট সরকারের তিন বছর: আর্থ-সামাজিক উন্নয়ন, মন্দা মোকাবিলা এবং আগামীদিনের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।


সেমিনারে  মূল প্রবন্ধ পেশ করেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

বক্তব্য বাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ড. বিনায়ক সেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক প্রমুখ।

রাজনৈতিক স্থিতিশীলতার কারণেইএ সংকট চলছে মন্তব্য করে মন্ত্রী বলেন দেশের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।’’

এ জন্য জাতির কাছে রাজনৈতিক ঐক্যের আহবান জানান তিনি। তিনি বলেন, ‘‘সরকার এ সংকট থেকে পরিত্রাণ পেতে দীর্ঘ  ৮ থেকে দশ বছর  মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আবার ক্ষমতায় আসলে এই সংকট নিরসন হবে।’’

No comments

Powered by Blogger.