ধাঁধা দুনিয়া

ছবির ধাঁধা  বন্ধুমহলে জিম নামে পরিচিত এ তারকার জন্ম কানাডায় ১৯৫৪ সালে। এ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছেন পাঁচবার।  পড়াশোনার বিষয় হিসেবে পদার্থবিজ্ঞানকে বেছে নিলেও মাথায় ছিল চলচ্চিত্রের পোকা। স্বপ্নের খেসারত দিতে গিয়েই জীবনের একটা সময় তাঁকে ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে।


 পৃথিবীর ইতিহাসে সর্বাধিক ব্যবসাসফল দুটো ছায়াছবির পরিচালক তিনি। ছবি দুটির নাম টাইটানিক এবং অ্যাভাটার।
 জীবনের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটালেও এ দেশের নাগরিক হওয়ার ইচ্ছা নেই এই পরিচালকের। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত কাজপাগল মানুষটির সঙ্গে কাজ করাটা দুঃস্বপ্নের মতো বলে মনে করেন তাঁর সহকর্মীরা। বর্তমানে মিথ নামের একটি ছবি নিয়ে কাজ করছেন তিনি।
 অস্কারজয়ী এ তারকার সাবেক স্ত্রী ক্যাথরিন বিগেলো প্রথম নারী পরিচালক হিসেবে জিতে নেন অস্কার। নাসার বিভিন্ন কাজে জড়িত অ্যাভাটার-খ্যাত পরিচালকটি মঙ্গল গ্রহের অভিযান নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক দিন ধরে।
 সম্প্রতি ‘ডিপ সি চ্যালেঞ্জার’ নামের একটি সাবমেরিনে করে ঘুরে এলেন পৃথিবীর গভীরতম স্থানটি। ‘বিচিত্র ভুবন’ বিভাগে দেখুন এই অভিযানের বিস্তারিত।

বইয়ের পোকা
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খান্ডবদাহন?

তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা...
বিখ্যাত একটি কবিতার শুরুর অংশ এটি। বলতে হবে কবিতাটি ও এর কবির নাম কী?
সংগ্রহ: কিঙ্কর আহসান

No comments

Powered by Blogger.