যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: ৪৩ মাসে সর্বোচ্চ

বিশ্বে সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ সৌদি আরবের একটি তেল পাইপলাইন বিস্ফোরণের খবরে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। নিউ ইয়র্কে গতকাল অশোধিত ব্রেন্ট ব্যারেলপ্রতি ৫ দশমিক ৭৪ ডলার থেকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ১২৮ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। ২০০৮ সালের জুলাইয়ের পর এটাই সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা। এদিকে সৌদি আরবে তেল পাইপলাইনে বিস্ফোরণের খবরটি সত্য নয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ঘোষণার ফলে এশিয়াতেও আজ অশোধিত জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক হয়ে এসেছে। অবশ্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের অস্থিরতাকেও অন্যতম নিয়ামক ভাবা হচ্ছে। এদিকে আজ নিউ ইয়র্কে অশোধিত ব্রেন্ট ব্যারেল প্রতি ১২৫ দশমিক ৪৯ ডলারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

No comments

Powered by Blogger.