নদী নষ্ট করার জন্য সরকারকে দায়ি করলেন আবুল মকসুদ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারমেকার আয়োজিত ‘বুড়িগঙ্গা মরাখাড়ী: দখল ও দূষণের চিত্র’ শীর্ষক সংবাদ সম্মেলনে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেনছেন, ‘সরকার নদী নষ্ট করছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদী দখল করে রেখেছে। রাজধানীকে রক্ষা করতে হলে বুড়িগঙ্গা নদী রক্ষার কোনো বিকল্প নেই। সৈয়দ আবুল মকসুদ বলেন, সংসদে কিছু এমপি ব্রিফকেস নিয়ে যান। তারা রাজনীতিবিদ নন, ব্যবসায়ী। গার্মেন্টস শ্রমিকদের কিভাবে মজুরি কম দেয়া যায়, তারা সে হিসাব করেন।
তিনি বলেন, বুড়িগঙ্গা নদীতে আগে মানুষ গোসল করতো। এখন, নদীর পাড়ে গিয়ে দাঁড়াতেও পারে না। দেশের বিভিন্ন খাতের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ কমিয়ে এনে, সে টাকা নদী রক্ষার কাজে ব্যয় করা দরকার।’বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ড. মো.আব্দুল মতিন বলেন, ‘‘বুড়িগঙ্গা নদীকে রক্ষা করার দায়িত্ব সবার। সরকার ও জনগণকে সচেতন হয়ে ঐতিহ্যবাহী নদীটিকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। কলকারখানার বিষাক্ত বর্জ্য যেন নদীর পানিকে নষ্ট না করে, সেজন্য কারখানা মালিকদের দায়িত্বশীল হওয়া জরুরি।

No comments

Powered by Blogger.