ফুল-নয়নমণি by ফারুখ আহমেদ

সকালে রমনায় দুচক্কর হেঁটে বাড়ি ফেরার পথে শিশু একাডেমীর কাছের নার্সারিগুলোতে বিরতি টানলাম। একটি ফুলের সামনাসামনি হতেই ক্যামেরা হাতে চলে এল নিজের অজান্তে। মৌসুমি ফুল। শীত-বসন্তে ফোটে। বাংলা নাম ‘নয়নমণি’।
দেখতে অনেকটা টিয়া পাখির ঠোঁটের মতো।


খুব ছোটবেলায় দাদির সঙ্গে পুরান ঢাকার গোপীবাগের কাছে হুমায়ুন সাহেবের বাড়িতে নাটকের শুটিং দেখতে গিয়ে প্রথম দেখেছিলাম। তখন দেখে মনে হয়েছিল, বাদুড় ঝুলে আছে। তারপর অনেকবার দেখেছি। এবার শীতের এক দিনে দিঘাপাতিয়ায় উত্তরা গণভবনেও এর দেখা পেয়েছি। কিছুদিন আগে চোখে পড়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছের এক নার্সারিতে।
অদ্ভুত ধরনের ফুল। পাপড়ির মধ্যিখানে কালো, ঠিক যেন নয়নের মণি। সাধারণত টবের ফুল। মৌসুমি বাগানগুলোতে রোপণ করা হয়। ইংরেজি নাম ‘প্যারোটস বিল’। সম্ভবত এ জন্যই এর টিয়াঠুঁটি নামটি আমাদের গ্রামেগঞ্জে প্রচলিত।
ছোট আকৃতির হালকা সবুজ পাতার ৬০-৭০ সেন্টিমিটার উচ্চতার বেশ সুখী ধরনের গাছ। আদুরে গাছও বলা যায়। বিশেষ যত্ন-আত্তি এদের খুব পছন্দ। সাদা, লাল-কালো, কমলা-খয়েরিসহ কয়েক রঙের নয়নমণি ফুল থাকলেও আমি কেবল লাল-কালোর মিশেল নয়নমণির ফুলটিই দেখেছি।
নয়নমণির উদ্ভিদ বিজ্ঞানীয় নাম Clianthus formosa। পরিবার Fabaceae। আঠারো শতকের ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী Isaac Swainsona-এর নামানুসারে এর নাম করা হয় Swainsona formosa। আদি বাসস্থান অস্ট্রেলিয়া।

No comments

Powered by Blogger.