পদ্মার সেতু by জি এম তানিম

মনে ছিল স্বপ্ন ও আশা এই হেতু,
পদ্মা নদীর মাঝে হবে এক সেতু।
দক্ষিণ বন্দরে যোগাযোগ বেড়ে
সমৃদ্ধির গতি আজ ঠেকাবি হে, কে রে?


অধিগ্রহণের পরে পাওয়া গেল ভূমি,
আশাবাদী হয়ে ওঠে তারা, আমি, তুমি।
এইবার সেতু হবে পদ্মার বুকে,
হঠাৎ বিশ্ব ব্যাংক কেন বসে বেঁকে?

সকলে জিজ্ঞেস করে এর কী কারণ?
আর্থিক সহায়তা দেওয়া কি বারণ?
ব্যাংক বলে, সাহায্যের এইখানে ইতি,
অভিযোগ জোচ্চুরি, সাথে দুর্নীতি।

উইকির লিকসে,
জানো না কী লিখছে?
বেকুব জনতা সব চোখ বুজে থাকো,
এই ফাঁকে ঘুষ চায় মন্ত্রীর ‘সাকো’।

বিশ্ব ব্যাংক দেয় আলটিমেটাম,
যদিও বলেনি তারা দোষীদের নাম।
ইঙ্গিতে বলে তারা সেতু যদি চাও,
এই দফা যোগাযোগমন্ত্রী হঠাও।

মন্ত্রী পাল্টা বলে সেতু ঠিকই হবে,
আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে।
রাঘব বোয়াল বা ব্যাংক নিজে দোষী,
নিজেরটা খেয়ে খোঁজে জঙ্গলে মোষই।

একজনে ধরে যায় অন্যের ভুল,
রশি টানাটানি করে ব্যাংক ও আবুল।
কত পানি বয়ে যায় পদ্মার বাঁকে,
পদ্মার সেতু, সেটা অধরাই থাকে।

অভাগা দেশের লোক মরে মাথা খুঁটে,
আন্ডারে বসে কারা ভান্ডার লোটে।
সেতু কবে হবে সেটা জানে না তো কেউ,
পদ্মার তীরে বসে গুনে যাই ঢেউ।

No comments

Powered by Blogger.