সিলেটে ‘ব্যাগবন্দি’ অস্ত্রের মহড়া

সিলেটে রাজপথে ‘ব্যাগবন্দি’ অস্ত্রের মহড়া চলছে। ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে কর্মীদের পেছনে ঝোলানো ব্যাগে করেই এসব অস্ত্রের মহড়া দেয়া হচ্ছে। হরতালের এক সপ্তাহ সিলেটে অস্ত্রভর্তি ব্যাগ ছিল টক অব দ্য টাউন। আর এই মহড়া নিয়ে বিরোধী শিবিরে রীতিমতো আতঙ্ক নেমে এসেছে। আর পুলিশ নীরব ভূমিকা পালন করছে। ঘটনার শুরু এক সপ্তাহ আগে। নিজামীর রায়ের পর দিন সিলেটে রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগ। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সহ সিনিয়র নেতারা। দুপুর ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে রায়ের পক্ষে আনন্দ শোভাযাত্রা করতে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় বন্দরবাজার থেকে জামায়াতে ইসলামীর একটি মিছিল কোর্ট পয়েন্টে এসেই আওয়ামী লীগের নেতাদের উপর চড়াও হয়। দেয় ধাওয়াও। এই ধাওয়ায় আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী কালেক্টরেট মসজিদের ভেতরে আশ্রয় নেন। এ দৃশ্য দেখে সিটি পয়েন্টে থাকা পুলিশ দল এগিয়ে এলে শিবির কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আওয়ামী লীগ কর্মীরা ফের কোর্ট পয়েন্টে অবস্থান নেয়। এ ঘটনার পর সিলেটের রাজপথে সতর্ক আওয়ামী লীগ। প্রতিদিন আওয়ামী লীগ হরতালের বিপক্ষে দখলে রেখেছে সিলেটের রাজপথ। তবে, এই দখলে রাখার বিশেষ কৌশল বেছে নিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ডের কর্মীরা। প্রতিদিন সকাল ১১ টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। আর ওই মিছিলে পিঠে ব্যাগ ঝোলানো অনেক কর্মীকে দেখা যায়। কোর্ট পয়েন্টে আওয়ামী লীগের অবস্থানকালে তারা অবস্থান করে। কর্মসূচি শেষ হলে তারা চলে যায়। এদিকে, এ ঘটনার পর থেকে ক্ষুব্ধ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মঙ্গলবার বিকালে নগরীর বালুচরে শিবির অধ্যুষিত একটি ছাত্রাবাসে হামলা চালিয়েছে। তারা পিটিয়ে এক শিবিরকর্মীকে আহত করে। এদিকে, সিলেটের রাজপথে অস্ত্র নিয়ে মহড়ার কথা অস্বীকার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সিলেটে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। আর অস্ত্র নিয়ে মহড়ার বিষয়টি তারা জানেন না বলেও জানান। মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার জানিয়েছেন, হরতালবিরোধী মিছিলে কলেজ ছাত্ররা অংশ নেয়। তারা ব্যাগসহ মিছিলে চলে আসে। অনেকের ব্যাগে অস্ত্র রাখা রয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে। যা আদৌ সত্য নয়।

No comments

Powered by Blogger.