মিলেমিশে কাজ করবেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সিনেটের রিপাবলিকান নতুন নেতা রাজনৈতিক অচলাবস্থা নিরসনে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেছেন। দেশটির মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এবং বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আগামী দু’বছরকে যথাসম্ভব সক্রিয় ও গতিময় রাখতে তিনি নতুন কংগ্রেসের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, আমরা নিশ্চিতভাবেই মিলেমিশে কাজ করার উপায় খুঁজে পাব।বুধবার ৯০ মিনিটব্যাপী ওই সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন তিনি জাতির বার্তা বুঝতে পেরেছেন।ওবামা বলেন, ‘আপনারা যারা ভোট দিয়েছেন, আর দেননি, তাদের বার্তা আমি বুঝতে পেরেছি।’ শেষ দু’বছরে রিপাবলিকানদের ক্ষমতা দিয়ে ডেমোক্রেট সরকারের প্রতি ভোটারদের অনাস্থাকে তিনি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন বলে জানান।রিপাবলিকানদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের জন্য অবশ্যই শুভরাত্রি। নির্বাচনে দারুণ প্রচারণার জন্য তারা ক্রেডিট পেতেই পারেন। কিন্তু ভোটের ফল দুই দলের জন্য সতর্কবার্তা। মার্কিন জনগণ বুঝিয়ে দিয়েছেন, তারা জনগণের অভিলাষ পূরণের সরকার চান। তারা কর্মসংস্থান চান। আমাদের দুই দলকেই জনগণের এই সেন্টিমেন্ট বুঝেই চলতে হবে।এদিকে সিনেটের নতুন নেতা মিচ ম্যাককোনেল বলেন, অকেজো সিনেটকে তিনি সক্রিয় করবেন।তিনি বলেন, গত কয়েক বছর ধরে সিনেট মূলত তেমন কিছুই করেনি। আমরা আবার কাজে ফিরে যাব এবং বিল পাস করব।একইসঙ্গে তিনি যেসব বিষয়ে মতৈক্য সম্ভব সেসব বিষয়ে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেন।এদিকে হোয়াইট হাউসে শুক্রবার ওবামা ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করবেন।জনগণকে নিশ্চিত করতে বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, দুই দলই ভোটারদের হতাশা উপলব্ধি করেছে এবং তা কাটিয়ে ওঠতে তারা একসঙ্গে কাজ করবেন। তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই একসঙ্গে কাজ করার উপায় খুঁজে বের করবে। এখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দিতে হবে।’শুক্রবার হোয়াইট হাউসে ডেমোক্রেট ও রিপাবলিকান নেতাদের এক বৈঠকে উপস্থিত থাকবেন ওবামা। এর আগে বুধবার এক বিবৃতিতে রিপাবলিকান নেতা ম্যাককোনেল সিনেটকে আরও কার্যকর করার প্রতিশ্র“তি দেন। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে বলতে গেলে কোনো কাজই করেনি সিনেট। আমরা এখন কাজে ফিরে যাব এবং বিভিন্ন বিল পাস করার উদ্যোগ নেব।’ এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মিলে বাণিজ্য চুক্তি এবং কর সংস্কার করারও অঙ্গীকার করেছেন।প্রসঙ্গত, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে রিপাবলিকানরা। মাত্র ছয়টি আসন পেলেই যেখানে দলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ লাভ করত, সেখানে তারা সাতটি আসনে জয় পেয়েছে। আরকানস, কলোরাডো, আইওয়া, মন্টানা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ডেকোটা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হয়েছে রিপাবলিকান পার্টি। অন্যান্য রাজ্যের ভোটগণনায়ও আরও ভোট পাওয়ার আশা আছে দলটির।উত্তর ক্যারোলিনা, ক্যানসাসে ডেমোক্রেট সিনেটরদের জয় কাক্সিক্ষত থাকলেও জয় পেয়েছেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ওবামার নিজ রাজ্য ইলিনয়িসেও ডেমোক্রেটদের পরাজয় ঘটেছে, জয় পেয়েছেন বিরোধী রিপাবলিকানরা।প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানরা যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। জানুয়ারিতে নতুন কংগ্রেস যখন ক্ষমতা গ্রহণ করবে তখন ২০০৬ সালের নির্বাচনের পর প্রথমবারের মতো কংগ্রেসের উচ্চ ও নিু উভয় কক্ষেরই দায়িত্ব গ্রহণ করবে দলটি।

No comments

Powered by Blogger.