সোবার্সের পাশে সাকিব

কিছুদিন আগেও আলোচনা-সমালোচনা আর বিতর্কের ঝড়ে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার ছিল টলমল। তবে সব পিছনে ফেলে মাঠে ফিরে সেই জাদুকরী রূপ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অনন্য তিনি। নিজের অলরাউন্ডার খ্যাতির যথার্থ প্রমাণ দিলেন ফের। দ্বিতীয়বার এক টেস্টে সেঞ্চুরি আর পাঁচ উইকেট নিয়ে তিনি এখন আলোকিত উচ্চতায়। বিরল নৈপণ্যে তিনি ছুঁয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গ্যারি সোবার্স, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের মুশতাক মোহাম্মদের রেকর্ড। টেস্ট ক্রিকেটে দুই বার পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার গৌরব এতদিন শুধু এই তিন ক্রিকেটারের ছিল। অবশ্য সর্বোচ্চ পাঁচবার এই কৃতিত্ব দেখিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ম্যালকম ওয়ালারকে আউট করে নিজের পঞ্চম উইকেট নেন সাকিব। টেস্টে এ নিয়ে ১৩ বার পাঁচ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে দ্রুত ব্যাট চালিয়ে ১৩৭ রান করেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

প্রায় ১৪০ বছরের টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে মাত্র ত্রিশবার। যার শেষ তিনটিই গড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বশেষ গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করেছিলেন সোহাগ গাজী। এর আগে অবশ্য ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন সাকিব। ব্যাট হাতে ১৪৪ রান করার পর ৮২ রানে তিনি তখন ৬টি উইকেট নিয়েছিলেন। এবার খুলনা টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর, এল্টন চিগুম্বুরা ও ক্রেইগ আরভিনকে বিদায় করেন সাকিব। আর গতকাল চতুর্থ দিন হ্যামিলটন মাসাকাদজাকে বিদায় করে ষষ্ঠ উইকেটে ১৪৭ রানের জুটি ভাঙেন সাকিব। সেই ওভারেই পঞ্চম উইকেটটি পেয়ে যেতেন এই বাঁহাতি স্পিনার। কিন্তু ফাইন লেগে শাহাদাত হোসেন ম্যালকম ওয়ালারের সহজ ক্যাচটি ধরতে ব্যর্থ হন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে ৫৯ রানে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ১ উইকেট নেন আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিয়ের তিন নম্বরে থাকা সাকিব। বাংলাদেশের হয়ে ১৩ বার পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে সাকিব এতদিন ছিলেন শীর্ষে। তার সঙ্গে এমন কৃতিত্ব ছিল শুধু এনামুল হক জুনিয়রের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে এই দু’জনের কৃতিত্ব ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলাম। এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে তাইজুল উঠে এসেছেন শীর্ষ স্থানে।

No comments

Powered by Blogger.