‘সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে’

বিতর্কিত নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক নয় বল মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বলেছেন, যে নির্বাচন বিতর্কিত হয় তা বিতর্ক থেকে মুক্ত না হলে সে নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক নয়। নির্বাচন হতে হবে সবার কাছে গ্রহণযোগ্য। কেবল এক দলের কাছে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ ‘গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, দল থাকবে, ভিন্ন মতও থাকবে। নিজের বিবেককে জিজ্ঞাসা করা উচিত কি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যে ঐক্যের মধ্য দিয়ে ভাষা আন্দোলন, ৬৯’র আন্দোলন এবং ৭১’র মুক্তিযুদ্ধ হয়েছিল। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা, তার মূল স্তম্ভ হলো গণতন্ত্র। সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা আছে, জনগণই রাষ্ট্রের মালিক। ইতিহাসের মৌলিক বিষয় নিয়ে দ্বিমত প্রকাশের সুযোগ নেই। যিনি স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ নিয়ে বিতর্ক করা উচিৎ নয়। আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক এসএম সায়মন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.