পৃথিবীর নরক থেকে মুক্তি

কুয়েতের এক নাগরিক কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক কারাগার গুয়ান্তানামো বে থেকে ছাড়া পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন । তিনি সেখানে ১৩ বছর বন্দি ছিলেন। পৃথিবীর নরক খ্যাত বিতর্কিত কারাগারটিতে কুয়েতের যে দুই নাগরিক বন্দি ছিলেন ফাওজি আল-ওধা (৩৭) তাদের একজন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনেক আগেই কারাগারটি বন্ধের প্রতিশ্র“তি দিয়েছিলেন। ফাওজির বাবা খালেদ আল-ওধা বলেন, ‘আজ সকালে ফাওজি দেশে পৌঁছেছে। সে সুস্থ রয়েছে।’ ওধা আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য তার ছেলেকে বিমান বন্দর থেকে সরাসরি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক সপ্তাহ পর তাকে অনির্দিষ্টকালের জন্য সরকার পরিচালিত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হবে। এ সময় তার কাছে আত্মীয়স্বজন তার সঙ্গে দেখা করতে পারবেন। অবিবাহিত ফাওজিকে তার বাবা ও দুই ভাই বিমানবন্দরে স্বাগত জানান। সামরিক হাসপাতালে মা ও দাদীসহ ফাওজির পরিবারের প্রায় ৪০ সদস্যকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়েছে। ফাওজির বাবা গুয়ান্তানামো কারাগারে কুয়েতি বন্দিদের পরিবারের একটি দলের নেতৃত্ব দেন।
তিনি বরাবরই দাবি করে আসছেন যে তার ছেলে একজন সাহায্যকর্মী ছিল। সে পাকিস্তান বা আফগানিস্তানে কোনো যুদ্ধে অংশ নেয়নি। ২০০১ সালের শেষ দিকে পাকিস্তান থেকে তাকে আটক করা হয়। এএফপি।

No comments

Powered by Blogger.