বোথাম-ইমরান খানের পাশে সাকিব

অনন্য এক রেকর্ডে নাম উঠলো সাকিব আল হাসানের । খুলনা টেস্টে ব্যাট-বলে চৌকস নৈপুণ্য নিয়ে সাকিব  উঠে গেলেন লিজেন্ডারি দুই ক্রিকেটারের কীর্তির পাশে। জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট পেলেন সাকিব। দেড়শ’ বছরের টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেটের এটি মাত্র তৃতীয় ঘটনা।  এমন আগের কীর্তি দুটি ইংলিশ লিজেন্ড ইয়ান বোথাম পাকিস্তানের কিংবদন্তীর ক্রিকেটার ইমরান খানের। তবে স্পিনার-ব্যাটসম্যান হিসেবে এমন কৃতিত্ব সাকিবেরই প্রথম।  ইয়ান বোথাম-ইমরান খান উভয়েই সাবেক পেস তারকা ।  এমন আগের ঘটনাটি ৩১ বছরের পুরনো। ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেটের সর্বশেষ ঘটনাটি দেখান পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। ১৯৮৩ সালে ইমরান খান  এ কীর্তি গড়েন ভারতের বিপক্ষে । তার আগে ভারতেরই বিপক্ষে ১৯৮০ সালে বোম্বে টেস্টে একই কীর্তি গড়েন ইংলিশ লিজেন্ড ইয়ান বোথাম। খুলনা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৩৭ রান করেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে বল হাতে সাকিব নেন পাঁচ উইকেট। আর গতকালও সাকিবের শিকার জিম্বাবুয়ের পাঁচ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারের স্পেলে ৪৪ রানে সাকিব নিলেন পাঁচ উইকেট। ক্যারিয়ারে সাকিবের এটি ১৪তম পাঁচ উইকেট শিকার।  এতে সাকিবের ম্যাচ ফিগার ১০/১২৪।

No comments

Powered by Blogger.