বারকিনা ফাসোয় ২০১৫ সালে নির্বাচন

বারকিনা ফাসোর সেনা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতারা দেশটিতে এক বছরের জন্য অস্থায়ী সরকারের পক্ষে একমত হয়েছেন। বুধবার উচ্চপর্যায়ের এক বৈঠকে প্রতিনিধিরা অস্থায়ী সরকার ছাড়াও ২০১৫ সালের নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও সম্মত হন। দেশটির রাজনৈতিক সংকট নিয়ে এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল। এছাড়া আলোচনায় ধর্মীয় ও উপজাতি প্রধানরাও অংশ নেন। কিন্তু বৈঠকে অস্থায়ী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে কোনো সমঝোতা হয়নি। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, বিখ্যাত কোনো বেসামরিক ব্যক্তিত্বের এ দায়িত্ব নেয়ার ব্যাপারে সব দল একমত হয়েছে। বারকিনা ফাসোয় গত সপ্তাহে প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে ক্ষমতাচ্যুত হওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল ইসাক জিদা দেশ পরিচালনার দায়িত্ব নেন। দেশটিতে বেসামরিক শাসন ত্বরান্বিত করার লক্ষ্যে পশ্চিম আফ্রিকার এ তিন প্রেসিডন্ট ওয়াগাদুগোতে আসেন। আরব বসন্তের মতো দেশটিতে গত সপ্তাহে কমপাওরের ২৭ বছরের শাসন আরও সম্প্রসারণ প্রচেষ্টার প্রতিবাদে হাজার হাজার লোক রাস্তায় নামে। তারা সহিংস আন্দোলন শুরু করে। এক পর্যায়ে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত ও দেশ ছাড়তে বাধ্য হন।এদিকে সেনাবাহিনী দায়িত্ব নেয়ার পর দেশটিকে গণতান্ত্রিক শাসনে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক চাপ জোরদার করা হয়। জিদা ও তার সামরিক বাহিনীর ওপর চাপ জোরদার করতে আফ্রিকান ইউনিয়ন অবরোধ আরোপ ও কানাডা সহায়তা প্রত্যাহারের হুমকি দেয়। এ প্রেক্ষাপটে জিদা ইউনিয়নকে মঙ্গলবার বলেন, আগামী দুসপ্তাহের মধ্যে তিনি দেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনবেন। তিনি বলেন, সবাই একমত হলে দেশকে জনগণের নির্বাচিত নেতৃত্বের শাসনে ফিরিয়ে আনতে দুসপ্তাহের বেশি সময় লাগবে না।এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটিতে শান্তিপূর্ণ, বেসামরিক নেতৃত্বাধীন ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে।

No comments

Powered by Blogger.