মহাকাশ কেন্দ্রে ত্রিমাত্রিক ভ্রমণ

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ভ্রমণে মহাকাশযানের আর প্রয়োজন নেই। কথাটি শুনে যে কেউই নড়েচড়ে বসবেন! যারা মহাকাশ ভালোবাসেন, অথচ পকেটে পয়সা নেই তাদের জন্যই বিশেষ এ ব্যবস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসার। তবে সশরীরে মহাকাশে যেতে না পারলেও, বাড়িতে নিজের কম্পিউটারের সামনে বসে ভার্চুয়ালভাবে সে অভিজ্ঞতা পাবেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থ্রিডি বা ত্রিমাত্রিক ভ্রমণ তো বটেই, কিভাবে নভোচারীরা মহাকাশে ঘুরে বেড়ান সে সম্পর্কেও স্বচ্ছ অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন। এ খবর দিয়েছে জিনিউজ। নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি নতুন থ্রিডি ভিডিওর প্লেলিস্ট পোস্ট করা হয়েছে। থ্রিডি ভ্রমণকারীরা যাতে প্রকৃত স্বাদটা পেতে পারেন, সে জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে জীবনধারণ এবং কাজ করার ছবি ও ভিডিওসহ মহাকাশের একেবারেই দুর্লভ কিছু ছবি ও ভিডিও সংযোজন করা হচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক থ্রিডি প্রযুক্তি। গবেষণার জন্য ২০১১ সালের জুলাই মাসে নাসা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কক্ষপথে নভোযানের সাহায্যে একটি থ্রিডি এইচডিটিভি ক্যামেরা পাঠিয়েছিল। সেখানে মহাকাশের দুর্লভ সব ছবি ধারণ করা হয়েছে। তবে অচিরেই নাসা আরও বহু ভিডিও আপলোড করতে আগ্রহী। এজন্য অচিরেই এইচডি টিভির রেজ্যলুশনের তুলনায় প্রায় ৬ গুণ বেশি রেজ্যলুশনসম্পন্ন ক্যামেরা পাঠানোর পরিকল্পনা করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

No comments

Powered by Blogger.