‘হাসিনা-খালেদাকে হত্যার পরিকল্পনা সম্পর্কে কিছুই বলা হয়নি’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা পরিকল্পনা সম্পর্কে প্রাথমিক রিপোর্টে কিছুই বলে নি ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সম্প্রতি বর্ধমান বিস্ফোরণের পর ভারতে জঙ্গি তৎপরতা নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে যে, জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এই দু’ নেত্রীকে হত্যার পরিকল্পনা করেছে। এসব নিয়ে অনুসন্ধান শেষে এনআইএ প্রাথমিক একটি রিপোর্ট জমা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তাতে ওই হত্যা পরিকল্পনা সম্পর্কে কিছুই বলা হয় নি। গতকাল এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এতে আরও বলা হয়, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমতির জন্য অপেক্ষা করছে জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। অনুমতি পেলেই এর প্রতিনিধিরা জঙ্গি তৎপরতা নিয়ে তদন্তে বাংলাদেশ সফরে আসবেন। তাদেরকে বাংলাদেশ সফরের অনুমতি দেয়া হলে ৫টি বড় ধরনের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে এনআইএ। এ বিষয়ে প্রতিটি সিদ্ধান্ত নেয়া হবে বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে। এনআইএ প্রতিনিধি দলের শীর্ষ এজেন্ডা হলো রাজশাহী ও সাতক্ষীরা সফর করা। কারণ তাদের ধারণা জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র মূল ঘাঁটি রয়েছে ওই দু’টি অঞ্চলে। এখান থেকেই তারা বেশি সদস্য সংগ্রহ করে। এনআইএ’র শীর্ষ মোস্ট ওয়ানটেড তালিকায় রয়েছে ১২ জনের নাম। তা সত্ত্বেও ওই প্রতিনিধি দল বিশেষ ভাবে ৫ জনের বিষয়ে বেশি মনোযোগ দেবে। ওদিকে সম্প্রতি ঢাকার সেগুনবাগিচা থেকে আটক করা হয়েছে আসিফ আদনান (২৬) ও ফজলে এলাহি তানজিল (২৪)-কে। জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ভারত। বাংলাদেশ কর্তৃপক্ষ অনুমতি দিলে এনআইএ প্রতিনিধিরা বাংলাদেশে আটক জেএমবি’র কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। সূত্র জানায়, তারা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে। এছাড়া বাংলাদেশের স্বল্প সংখ্যক ব্যাংকের শাখা পরিদর্শন করতে চায় এনআইএ। এর মাধ্যমে জঙ্গি তৎপরতায় অর্থায়ন হয়েছে কোন চ্যানেলে সে সম্পর্কে জানার চেষ্টা করবেন তারা।

No comments

Powered by Blogger.