মেহরান হত্যাকাণ্ড- আসামি গ্রেপ্তারে সময়সীমা পার, আজ সঞ্চারকলিপি পেশ



সিলেটের তরুণ ব্যবসায়ী-প্রকৌশলী মেহরান সিদ্দিকী হত্যাকাণ্ডে আসামি গ্রেপ্তারে সর্বদলীয় সভায় দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমা পার হয়ে গেছে। এ সময়ের মধ্যে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় গতকাল শনিবার রাতে জরুরি সভা করে আজ রোববার সঞ্চারকলিপি দিয়ে টানা কর্মসূচি ঘোষণার সিন্ধান্ত নিয়েছে ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’।
সিলেট নগরের শিবগঞ্জের বাসিন্দা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে মেহরানকে ৯ ডিসেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরও খুনি গ্রেপ্তার না হওয়ার প্রেক্ষাপটে গঠিত ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’ গত বুধবার নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করে। সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা একাত্ম হয়ে ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এ সময়সীমা পার হওয়ায় গতকাল রাতে প্রতিরোধ আন্দোলনের নেতারা জরুরি সভায় মিলিত হন। কমিটির সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে সভায় আজ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দিয়ে নতুন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। সংগঠনের সমন্বয়কারী লোকমান আহমদ রাতে প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনে একটানা কর্মসূচি দিয়ে আসামি গ্রেপ্তারে পুলিশকে বাধ্য করা হবে।’

No comments

Powered by Blogger.