মিসরে চূড়ান্ত দফায় গণভোট অনুষ্ঠিত

মিসরে খসড়া সংবিধানের ওপর গতকাল শনিবার দ্বিতীয় ও চূড়ান্ত দফায় গণভোট অনুষ্ঠিত হয়েছে। তবে বিতর্কিত এ খসড়া সংবিধান নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ানো দুই পক্ষ_প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ইসলামপন্থী সমর্থক ও উদারপন্থী বিরোধীদের মধ্যে ভোটের আগমুহূর্তের সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, প্রথম দফার মতো গতকালও সংবিধানের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ রায় দেবে। গত ১৫ ডিসেম্বরের ভোটে ৫৭ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দেয়।
প্রথম দফায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির হার ছিল মাত্র ৩০ শতাংশ। গতকালও ভোটার উপস্থিতি কম হলে বিরোধীদের আন্দোলন আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত সংবিধানকে 'ইসলামপন্থী' আখ্যা দিয়ে গণভোটের বিপক্ষে পথে নেমেছে মুরসিবিরোধীরা। বিরোধীদের জোট_ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের (এনএসএফ) প্রধান মোহামেদ এলবারাদি যথারীতি এবারও দেশবাসীকে 'না' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ রবিবার সকালের মধ্যেই প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল জানা যাবে। তবে নির্বাচন কমিশনের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে, 'ভোটগ্রহণ শেষ হওয়ার দুই দিন পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।' গতকাল ১৭টি প্রদেশে ভোট নেওয়া হয়। সূত্র : এএফপি, বিবিসি, রয়টার্স।

No comments

Powered by Blogger.