ইভটিজিং: গণপিটুনিতে নিহত ৫

ভারতের ঝাড়খণ্ডে ইভটিজিংয়ের কারণে জনতা পিটিয়ে হত্যা করেছে ৫ জনকে। অভিযোগ আছে তারা খুটি জেলায় মানহু গ্রামের নারী ও যুবতীদের দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছিল। রাচি থেকে ৭০ কিলোমিটার দূরের ওই গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে শনিবার।
ওইদিন গ্রামবাসী একত্রিত হয়ে ইভটিজারদের বেধড়ক মারপিট করে। এতে তাদের মৃত্যু ঘটে। স্থানীয় পুলিশ বলেছে, নিহতদের অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ড আছে। ঘটনার দিন ভরত নামে এক যুবক ওই গ্রামে কাজ করছিল। ওই সময় তার সাঙ্গপাঙ্গরা গ্রামের নারী ও যুবতীদের সঙ্গে খারাপ আচরণ করে। এ অবস্থায় গ্রামবাসী তাদের ঘেরাও করে গ্রাম থেকে চলে যেতে বলে। কিন্তু তাদের একজন এ কথার জবাবে গ্রামবাসীর দিকে গুলি ছোড়ার চেষ্টা করে। এ অবস্থায় গ্রামবাসী তাদের ঘেরাও করে পিটুনি দেয়। তাতে মৃত্যু হয় ওই ৫ জনের। এদের মধ্যে একজন ধর্ষণের আসামী রয়েছে। সে তিন মাস আগে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছে। দিল্লিতে ২৩ বছর বয়সী এক প্যারামেডিকের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যখন ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়ার দাবি উঠেছে এ ঘটনা ঘটেছে সেই রকম সময়ে। পুলিশ বলেছে, নিহত ওইসব দুবৃত্ত মাঝেমধ্যেই মানহো গ্রামে যেয়ে যুবতী ও নারীদের উত্যক্ত করত। গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যেত। ঝাড়খন্ডের পুলিশের মুখপাত্র আইজি এসএন প্রধান বলেছেন, নিহতরা ওই গ্রামে গিয়ে এ ঘটনা অনেক ঘটিয়েছে। পুলিশ এ বিষয়ে জানতো।

No comments

Powered by Blogger.