মুঠোফোনে খুদে বার্তা কমে যাচ্ছে!

স্মার্টফোনের কল্যাণে মানুষের হাতে হাতে ইন্টারনেট চলে আসায় কমে গেছে খুদে বার্তা (এসএমএস)। আগের মতো মানুষ আর খুব বেশি এসএমএস আদান-প্রদান করে না। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের একটি মুঠোফোন কোম্পানির কর্মকর্তা বিশ্লেষক চেতন শর্মা জানান, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের পরিসংখ্যানে মুঠোফোনের গ্রাহকেরা গড়ে ৬৭৮টি খুদে বার্তা পাঠিয়েছেন। এর আগের ত্রৈমাসিকে এই হার ছিল গড়ে ৬৯৬টি। যুক্তরাষ্ট্রে এই প্রথমবার খুদে বার্তার আদান-প্রদান কমে গেল।
কমার হার খুবই সামান্য হলেও এর গুরুত্ব রয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে এর আগে ধারাবাহিকভাবে ধীরে ধীরে খুদে বার্তার সংখ্যা বেড়েছে এবং কখনো তা কমেনি।
চেতন শর্মা বলেন, খুদে বার্তা কমে যাওয়ার এই প্রবণতা অব্যাহত থাকবে কি না তা বলার সময় এখনো আসেনি। তবে এটি ঠিক, ইন্টারনেটভিত্তিক বার্তা পাঠানোর হার দ্রুত মুঠোফোনের খুদে বার্তাকে ছাড়িয়ে যাচ্ছে। যত বেশি মানুষ স্মার্টফোন কিনবে এই হার তত বেশি বাড়বে বলে জানান তিনি। নিউইয়র্ক টাইমস।

No comments

Powered by Blogger.