শুরুতে কমছে সূচক

দিনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ সোমবার বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৩ পয়েন্ট কমে ৪২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে মোট ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে। বেড়েছে ১১টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, আরএন স্পিনিং, গ্রামীণ ফোন, ইউনিক হোটেল, সায়হাম টেক্সটাইল, আমরা টেকনোলজিস, বিএসসিসিএল, মালেক স্পিনিং ও সিএমসি কামাল।

No comments

Powered by Blogger.