স্যান্ডির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯০

সোমবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৮শ’ মাইল জুড়ে আঘাত হানা হ্যারিকেন স্যান্ডির আঘাতে এখন পর্যন্ত ৯০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে প‍ারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ৯০ জনের মধ্যে ৩৮ জনই নিউইর্য়ক শহরের অধিবাসী। এছাড়া এখন পর্যন্ত নিঁখোজ রয়েছে বহু মানুষ।
দেশটির ১২টি রাজ্যের প্রায় ৪৫ লাখ মানুষ এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং অনেকেই দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের আতঙ্কে ভুগছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ নিউইর্য়কবাসীর জন্য এরইমধ্যে খাবার এবং পানীয় সরবরাহ করেছে।

উদ্ধারকর্মীরা নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা এলাকাগুলোতে জরুরি সাহায্যের কথা বলেছেন।

এদিকে হ্যারিকেন স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার কোটি ডলার (৫০ বিলিয়ন) ক্ষতি হয়েছে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন, যা পূর্বের ধারণার চেয়ে দ্বিগুণ।

No comments

Powered by Blogger.