যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বংশোদ্ভূত রেজওয়ানের ১৭ বছর জেল

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন ও ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন যুবক রেজওয়ান ফেরদৌস (২৭)। বোস্টনের একটি আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে।
ম্যাসাচুসেটসের বাসিন্দা রেজওয়ান। বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রিধারী। এফবিআই গত বছরের সেপ্টেম্বরে পরিচালিত স্টিং অভিযানের মাধ্যমে তাকে আটক করে।
তাকে ফাঁদে ফেলা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গত ২০শে জুলাই দোষী সাব্যস্ত হয় রেজওয়ান। রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বিস্ফোরকবোঝাই বিমানের সাহায্যে পেন্টাগন ক্যাপিটল হিল ভবনে হামলা চালানোর পরিকল্পনা করেছিলো বলে আদালতের সে রায়ে বলা হয়। তার বিরুদ্ধে আল-কায়েদাকে প্রয়োজনীয় রসদ সরবরাহের অভিযোগও আনা হয়। তাতে আরও বলা হয়, মার্কিন সেনাবাহিনীর ওপর হামলা চালানোর লক্ষ্যে আল-কায়েদাকে সহযোগিতা করছিলো সে। এদিকে রেজওয়ানের পরিবারের পক্ষ থেকে রেজওয়ান সম্পূর্ণ নিরপরাধ বলে দাবি করা হয়েছে।

No comments

Powered by Blogger.