ফিলিস্তিন-ইসরায়েল শান্তির সম্ভাবনা ক্রমেই বিলীন হচ্ছে : কার্টার

ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তির সম্ভাবনা ক্রমেই মিলিয়ে যাচ্ছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। গত সোমবার ইসরায়েল সফরকালে এ মন্তব্য করেন তিনি। কার্টার দীর্ঘদিন ধরেই ইসরায়েলি নীতির কট্টর সমালোচক।


কার্টার (৮৮) বর্তমান পরিস্থিতিকে 'বিপর্যয়কর' অভিহিত করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেন। তিনি বলেন, 'আমরা একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তি ও নিরাপত্তার জন্য দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থাই একমাত্র সমাধান।' কার্টারের দুই দিনের সফর শেষ হয় গতকাল। বয়স্ক ব্যক্তিদের সংগঠন 'দ্য এলডার্সের' পক্ষ থেকে তিনি, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী এবং আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এই সফর করলেন। সফরকালে গ্রুপটি ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেনি কার্টারের দল। কার্টার জানান, এর আগের সফরে সাক্ষাৎ দিতে অস্বীকৃতি জানানোয় এবার আর তাঁরা বৈঠকের অনুরোধ করেননি। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.