ইইউর নিষেধাজ্ঞা 'অমানবিক' : ইরান

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে 'অমানবিক' বলে অভিহিত করেছে ইরান। দেশটির ওপর গতকাল মঙ্গলবার থেকে ইইউর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগের দিন সোমবার ইরানের আর্থিক


(ব্যাংকিং), বাণিজ্যিক, জ্বালানি ও পরিবহন খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয় ইইউ। এর প্রতিক্রিয়ায় ইরান গতকাল জানায়, তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি রোধের লক্ষ্যে আরোপিত নিষেধাজ্ঞার ফল ভোগ করে সাধারণ ইরানিরা। তাই পশ্চিমাদের একতরফা এসব নিষেধাজ্ঞা 'অযৌক্তিক, অবৈধ ও অমানবিক'।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত গতকাল দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেন, 'ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অজুহাতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে...। কিন্তু যদি আমাদের এই পরমাণু ইস্যুর একটি নিষ্পত্তিও হয়, এর পরও পশ্চিমা দেশগুলো অবশ্যই অন্য কোনো কারণে আমাদের ওপর চাপ প্রয়োগ করবে।'
সোমবার লুঙ্মেবার্গে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান যাতে তাদের পরমাণু কর্মসূচি বিশ্বের সামনে পুরোপুরি তুলে ধরে_এ লক্ষ্যে ৩০টিরও বেশি ইরানি কম্পানি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়। সূত্র : এএফপি, রয়টার্স।

No comments

Powered by Blogger.