বেনগাজি কনস্যুলেটে হামলা-ব্যর্থতার দায় নিলেন হিলারি

লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে সন্ত্রাসী হামলা ঠেকাতে না পারার দায়ভার নিজের কাঁধে নিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওই কনস্যুলেট থেকে নিরাপত্তা বাড়ানোর যে অনুরোধ ওয়াশিংটনে এসেছিল,


প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সে ব্যাপারে কিছু জানতেন না বলেও দাবি করেছেন তিনি। গত সোমবার সিএনএন ও ফক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি ব্যর্থতার দায় স্বীকার করেন। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগে ওবামাকে রিপাবলিকানদের সমালোচনা থেকে বাঁচাতেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, ইসলাম ও মহানবী (সা.)-কে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমসকে কেন্দ্র করেই বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। কিন্তু গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পরে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা হয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক কমিটির শুনানিতে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা স্বীকার করেন, হামলার সপ্তাহখানেক আগে বেনগাজি কনস্যুলেট থেকে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু হিলারির কার্যালয় থেকে ওই অনুরোধ নাকচ করে দেওয়া হয়। রিপাবলিকানরা ওবামা প্রশাসনের এই সিদ্ধান্তের তদন্ত দাবি করেছে। গত সোমবার রাতে পেরুর রাজধানী লিমা থেকে সিএনএন ও ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন হিলারি। বেনগাজি কনস্যুলেটে হামলা নিয়ে এটাই তাঁর প্রথম সাক্ষাৎকার। হিলারি বলেন, 'আমি দায় স্বীকার করছি। আমি পররাষ্ট্র বিভাগ, সারা বিশ্বে এর ৬০ হাজারেরও বেশি কর্মী এবং ২৭৫টি কার্যালয়ের দায়িত্বে আছি। নিরাপত্তা কর্মকর্তারা হুমকি ও ঝুঁকি মূল্যায়ন করে যেসব সিদ্ধান্ত নিয়েছেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সে ব্যাপারে অবগত ছিলেন না। তবে আমরা সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করছি। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজের উপযোগী পরিস্থিতি সৃষ্টির জন্য সবকিছুই করার চেষ্টা করছি আমরা।'
গতকাল মঙ্গলবার রাতে ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা ছিল। রমনি বেনগাজির ঘটনাকে কেন্দ্র করে ওবামাকে বিব্রত করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলেন বলে গুঞ্জন ওঠে। ধারণা করা হচ্ছে, বিরোধীদের আক্রমণ থেকে ওবামাকে বাঁচাতেই তড়িঘড়ি করে বেনগাজিতে নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করলেন হিলারি। তবে রিপাবলিকান সিনেটররা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, হিলারির দায়ভার নেওয়ার বিষয়টি সব ক্ষেত্রেই ওবামা প্রশাসনের ব্যর্থতার ইঙ্গিত রাখছে। সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.