অদ্ভুত আইন-একা থাকা যাবে না! by শর্মিলা সিনড্রেলা

আপনি কি অবিবাহিত বা একা? নচিকেতার সেই পরিচিত গানের সুরটা হরহামেশাই গুন গুন করেন, তাই না? ‘পুরুষ মানুষ দুই প্রকার—জীবিত, বিবাহিত।’ প্রাণ থাকতে মৃত হওয়ার ইচ্ছা আপনার মোটেও নেই। মৃত হওয়ার ভয়ে আপনার অবস্থা করুণ! ‘না না বাবা, বিয়ের পিঁড়িতে কখনোই না’—এমন ভাবনা নচি দাদার এই গান শুনে যদি


আপনার মনে সূর্যের আলোর মতো ঝলমল করে, তাহলে শুনুন এমন এক জায়গার কথা, যেখানে বাধ্য হয়েই আপনাকে বেছে নিতে হবে সঙ্গীর সঙ্গ; তাতে সেটা যদি আপনার কাছে মুক্তি হয় তবেও, আবার যদি বাঁধন হয় তবেও। বলছি মিসৌরি শহরের কথা। সেখানে ২১ থেকে ৫০ বছর বয়সের কোনো পুরুষ একা থাকতে পারবে না। আর সেটা একেবারে নিয়ম করে লেখা। মিসৌরির আইনগ্রন্থ সোজা পথ দেখিয়েছে রাষ্ট্রবাসীদের, ‘বাছা একা তো তুমি থাকতে পারবে না। তাহলে কিন্তু...!’ তাহলে আর কী? বছর শেষে ট্যাক্সের টাকা তুলে দিতে হবে রাষ্ট্রকে, শুধু এই একা থাকার জন্যই। বুঝুন তাহলে অবস্থা! আর ট্যাক্সের পরিমাণ? বছরে এক ডলার। পরিমাণটা হয়তো কম। তার পরও কে-ই বা চাইবে, হাতে ধরে নিজের কষ্টের টাকা অন্যকে দিতে। তার চেয়ে সঙ্গী খুঁজে নেওয়াই কি যৌক্তিক নয়?

No comments

Powered by Blogger.