ফের ভোট চাইলেন সরকারি প্রকৌশলী সায় দিলেন সুরঞ্জিত

ছাতকে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার পর এবার দিরাইয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জন্য ভোট চাইলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান। সুরঞ্জিতের নির্বাচনী এলাকা দিরাই-শাল্লার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা সুরঞ্জিত সেনগুপ্তকে বারবার এমপি বানাচ্ছেন,


এ জন্য আপনাদের ধন্যবাদ। আগামীতেও আপনারা এই বর্ষীয়ান নেতাকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা এবং স্বাধীনতার পক্ষের শক্তির হাতকে শক্তিশালী করবেন।'
গতকাল শনিবার দিরাইয়ে কালনী নদীর ওপর একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ওয়াহিদুর রহমান। তিনি টানা ৩০ মিনিট বক্তব্য দেন। 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
প্রধান প্রকৌশলীর বক্তব্যের পর সুরঞ্জিত সেনগুপ্ত সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে সরকারের পক্ষে কর্মকর্তার বক্তব্যকে সমর্থন করেন। তিনি বলেন, রাজনৈতিক দল সরকার গঠন করলে সেই প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী সরকারের গুণগান গেয়ে বক্তব্য দিতে পারেন। এতে সাংবিধানিক বাধা নেই। তাঁরা সরকারের উন্নয়ন ধারাবাহিকতা টিকিয়ে রাখতে জনগণকে ওই সরকারের পক্ষে দাঁড়ানোর কথা বলতেই পারেন।
এর আগে গত শুক্রবার ছাতকে একটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের পক্ষে প্রধান প্রকৌশলী ভোট চান। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। এ নিয়ে গতকাল কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় 'আ. লীগের পক্ষে ভোট চাইলেন স্থানীয় সরকারের প্রকৌশলী' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
গতকাল দিরাইয়ের অনুষ্ঠানে প্রকৌশলী ওয়াহিদুর রহমান আরো বলেন, 'এ দেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ চলবে না। রাজাকার ও মুক্তিযোদ্ধা একসঙ্গে রাজনীতি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের জয়গান গেয়েই যাব। আমার এই গুণগানে যদি রাজনীতি হয়, আমি এই রাজনীতির চর্চাই করব।'

No comments

Powered by Blogger.