সংখ্যায় ই উ রো

দুটি ইউরোতে ছয়টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি পোল্যান্ড। ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা দলগুলোর মধ্যে রোমানিয়া ও সুইজারল্যান্ডের সঙ্গেই আছে পোল্যান্ড। ১ প্রথমবারের মতো গ্রুপ পর্বের একটি ম্যাচও জিততে পারেনি হল্যান্ড।


ইউরোর ইতিহাসে নবম দল হিসেবে শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিল ডাচরা। পরে আয়ারল্যান্ডও যোগ দিয়েছে হল্যান্ডের সঙ্গে।

টুর্নামেন্টে দ্রুততম গোলটি হয়েছে তৃতীয় মিনিটে। গ্রিসের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের পিওতর জিরাচেক গোলটি করেছেন ঠিক ২ মিনিট ১৪ সেকেন্ডে।

এবার নিয়ে চারবার ফাইনাল খেলছে স্পেন। ১৯৬৪ ও ২০০৮-এর চ্যাম্পিয়নরা ফাইনালে হেরেছে শুধু একবারই ১৯৮৪ সালে ফ্রান্সের বিপক্ষে।

ইউরোতে এক বা দুবার নয় ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড পাঁচ-পাঁচবার গোল বঞ্চিত করেছে গোলপোস্ট। যার চারটিই ২০১২ ইউরোতে।

ছয়বার চূড়ান্ত পর্বে খেলে ছয়বারই গ্রুপ পর্ব পেরিয়েছে পর্তুগাল।

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে খেলা আটটি কোয়ার্টার ফাইনালের সাতটিতেই হেরেছে ইংল্যান্ড।

তিনটি ইউরোতে ১০টি ম্যাচ খেলেছেন গিওরগস কারাগুনিস। এই ১০ ম্যাচেই আটটি হলুদ কার্ড দেখেছেন গ্রিস অধিনায়ক।

No comments

Powered by Blogger.