দীর্ঘতম দিনে প্রকল্প প্রদর্শনী

২১ জুন, ২০১২ ছিল উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। বাংলাদেশের আকাশে মধ্যাহ্নে সূর্য ছিল মধ্যগগনে ঠিক মাথার ওপর। যাকে বলা হয় সুবিন্দু বা ঊর্ধ্ব বিন্দু। এর কারণ হচ্ছে, এ দিনে সূর্য তার উত্তরায়ণের সর্বোচ্চ বিন্দুতে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে অবস্থান করে। এ দিনে সূর্য তার সর্বোচ্চ সীমায় ওঠে ও সর্বোচ্চ সীমায় অস্ত যায়।


কর্কটক্রান্তি রেখা বা অক্ষাংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি কর্কটক্রান্তি দিবস বা সামার সোলসটিস ডে হিসেবে পালিত হয়ে থাকে। অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের ঢাকার মুগদা শাখা বছরের দীর্ঘতম দিন উপলক্ষে দিনটিতে প্রকল্প প্রদর্শনীর আয়োজন করে। মুগদার মহানগর আইডিয়াল স্কুল ও কলেজে দিনব্যাপী বিজ্ঞানবিষয়ক এ প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রকল্প প্রদর্শনীতে বায়ুর ঊর্ধ্বচাপ ও পার্শ্বচাপ পরীক্ষা, বাতাসের শূন্যস্থান দখল, আর্কিমিডিসের সূত্রের প্রমাণ, বস্তুর ভারকেন্দ্র নির্ণয়, মাইক্রোস্কোপে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ ইত্যাদি প্রকল্প প্রদর্শিত হয়। এ ছাড়া ছিল ডাইনোসরের ইতিহাসের ওপর একটি প্রদর্শনী। এসব আয়োজন বিভিন্ন শ্রেণীর আট শতাধিক শিক্ষার্থী আগ্রহ নিয়ে উপভোগ করে। উল্লেখ্য, অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন ২০০৭ সাল থেকে চারপাশের প্রকৃতি ও প্রতিবেশের প্রতি সাধারণের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে।
এহতেশামুল কবীর

No comments

Powered by Blogger.