সত্যিকারের সবজান্তা-প্রাণী বিচিত্রা

 আমেরিকার হাসপাতালগুলোর তথ্যমতে, প্রতিবছর প্রায় ১০ লাখ মার্কিন নাগরিক কুকুরের কামড়ের শিকার হয়
 কুমির বর্ণান্ধ। এটি পানিতে প্রায় অন্ধ কিন্তু ডাঙায় খুব ভালো দেখতে পায়।


 পেঁচা একমাত্র প্রাণী, যারা নীল রং দেখতে পায়
 শামুকের নাকের সংখ্যা চারটি
 যুক্তরাষ্ট্রে ১৯৮৭ সালে গৃহপালিত প্রাণীর সংখ্যার দিক দিয়ে বিড়াল কুকুরকে ছাড়িয়ে যায়।
 দুধের রং আমরা সাদা বলেই জানি, কিন্তু হিমালয়ান ইয়াকের দুধের রং গোলাপি।
তথ্যসূত্র: গোমেস্টিক ডটকম ও সিনক্রেট ডটকম
—সামসুল আলম

No comments

Powered by Blogger.