বিপর্যয়ের আশঙ্কা-ঘুরে দাঁড়াবে কি মানুষ?

জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘনায়মান বিপর্যয়ের মুখেও পৃথিবীর নেতৃস্থানীয় মানুষরা যেভাবে নির্বিকার বসে আছেন তাতে রবীন্দ্রনাথের একটি গানের কথা খুব প্রাসঙ্গিকভাবে মনে আসতে পারে। '... সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।' কবির গান অবশ্য অন্য কোনো সর্বনাশের কথা বলছে।


তাই আমাদের ভাষায় সর্বনাশ বললে তারপর আশঙ্কা শব্দটিই ব্যবহৃত হওয়ার রেওয়াজ। কিন্তু ভালোবাসা স্রোতে ভেসে যাওয়ার আকাঙ্ক্ষা এখানে আশা বলেই অভিহিত হয়েছে। সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে পরিবেশ ও প্রকৃতির যে ভয়াবহ ক্ষতি করেছে মানুষ, তা খোদ সভ্যতাকেই ঠেলে দিয়েছে বিপর্যয়ের মুখে। নগর বিকাশের জন্য মানুষ ধ্বংস করেছে কৃষিজমি ও বনভূমি। শিল্প বিকাশের জন্য হামলা করেছে প্রাণ ও প্রকৃতির ওপর। নগরজীবনের স্বাচ্ছন্দ্য ও গতির প্রয়োজনে ভূগর্ভস্থ জ্বালানির যথেচ্ছ ব্যবহার করেছে। সভ্যতার গতি হয়েছে একমুখী। ধরিত্রীকে মানুষ শুধু পরিবর্তিতই করেছে ক্রমশ, তাকে ফিরিয়ে দেয়নি কিছুই। বিরামহীন কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমবাহগুলোতে সৃষ্টি হয়েছে মারাত্মক প্রতিক্রিয়া। আশঙ্কা করা হচ্ছে, অতিরিক্ত উষ্ণতার প্রভাবে হিমবাহগুলো গলতে শুরু করলে পৃথিবীতে সৃষ্টি হবে নতুন এক বিপর্যয়ের। বর্তমান সভ্যতা যে বিপর্যয় আর কখনোই প্রত্যক্ষ করেনি। এ কথা সত্য, জলবায়ু পরিবর্তনের ফলে ছোট-বড় বহু বিপর্যয় ঘটেছে। অতিরিক্ত খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সুনামি ইত্যাদি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে হতচকিত করে দিয়েছে বারবার। কিন্তু সম্প্রতি যে বিপর্যয়ের আশঙ্কা ব্যক্ত করলেন বিজ্ঞানীরা তার সঙ্গে কোনোটারই তুলনা চলে না। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান শতাব্দীর শেষ দিকেই হয়তো এমন বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। তেমন হলে বিপর্যয় থেকে মাত্র কয়েক দশক দূরে আছি আমরা। আর বিপর্যয়টি ঘটলে সভ্যতার শেষ স্মৃতিচিহ্নগুলো ধরে রাখাও অনেক কঠিন হবে। অথচ পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা বারবার বৈঠকে বসে নিজ দেশের ক্ষুদ্র স্বার্থের বাইরে বেরোতেই পারছেন না। বারবার শীর্ষ সম্মেলনগুলো ব্যর্থ হচ্ছে। অতিদ্রুত সংকট থেকে উত্তরণের কোনো কর্মপরিকল্পনার সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ধরিত্রীকে রক্ষায় একের পর এক উদ্যোগের ব্যর্থতা দেখে মনে হয়, সর্বনাশের আশায়-আশঙ্কায় বসে থাকা ছাড়া হয়তো করার কিছুই নেই। কিন্তু মানবসভ্যতার একটি বেদনাদায়ক অন্ত ঘটুক সেটি কারও চাওয়া হতে পারে না। তাই বড় উদ্যোগ আসতেই হবে। আমাদের ছোট উদ্যোগগুলোকেও মেলাতে হবে সেই বড় উদ্যোগের সঙ্গে।
 

No comments

Powered by Blogger.