বইমেলাতে দীর্ঘশ্বাস by সারওয়ার-উল-ইসলাম

লেখক হবার মনে বড় খায়েশ
প্রিয় খাবার কোর্মা পোলাও পায়েস।
বইমেলাতে ছোট থেকেই যাই
কিন্তু আমার পরিচিতি নাই।


প্রতি মেলায় দু-চারটা বই লিখি
বই প্রচারে পয়সা ঢালি ঠিকই।
তবুও আমার বই কেনে না কেউ
চোখে দেখি সর্ষে ফুলের ঢেউ।
কন তো পাঠক, কী করতে পারি?
বইমেলাতে দীর্ঘশ্বাস ছাড়ি।
স্টলে বসি ‘ক্যাপ’ কলমের খুলে
বইটা আমার কেউ ধরে কি ভুলে!
কেউ অটোগ্রাফ চেয়েই বসে যদি
বুকে আমার বইবে সুখের নদী।
বই ধরে না, হতাশ হয়ে যাই
লেখক হবার সম্ভাবনা নাই?
স্টলের কর্মী তাকায় আমার দিকে
মুখটা আমার যায় হয়ে যায় ফিকে।
চেষ্টা করি রাখতে হাসি মুখে
লেখক হবার স্বপ্ন তবু বুকে।

No comments

Powered by Blogger.