টুকিটাকি-এবার বিদ্যুৎ উৎপাদন করবে ভাইরাস

চলার পথেই হাঁটতে হাঁটতে আপনার মোবাইল ফোনটি চার্জ হচ্ছে। জুতার নিচে রাখা বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্র থেকে চার্জহচ্ছে মোবাইলের। ব্যাপারটি বাস্তবে রুপান্তর করতে যাচ্ছে আমেরিকার লরেন্স বার্কেলে গবেষণাগারের বিজ্ঞানীরা। শক্তি উৎপাদনের নতুন মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বিশেষ ধরনের ভাইরাস।


এ ভাইরাস যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করতে পারে। গবেষণায় বিজ্ঞানীরা ছোট এলসিডি মনিটর চালানোর মতো বিদ্যুৎ সৃষ্টি করতে পেরেছেন। ধাতব ফলকের ওপর চাপ প্রয়োগে পাতে রাখা ভাইরাসের মাধ্যমে যান্ত্রিক শক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়। গবেষণাদলের প্রধান সেং উক লি জানান, এমওয়ান থ্রি ব্যাকটেরিয়-ফায শুধু ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং মানুষের জন্য একেবারেই নিরাপদ। ভাইরাস হওয়ায় এটি ঘণ্টায় মিলিয়নসংখ্যক প্রতিরূপ সৃষ্টি করতে পারে এবং প্রক্রিয়াটি চলতেই থাকে। বিজ্ঞানীরা লক্ষ করেন, ভাইরাসগুলো একত্র হয়ে একটি পাতলা আস্তরণের জাল সৃষ্টি করে। ভাইরাস জালিকাটি একটি বিদ্যুৎক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করেন এবং দেখা যায় ভাইরাসের প্রোটিন আস্তরণগুলো পেঁচিয়ে যাচ্ছে এবং সেগুলো সাড়া দিচ্ছে, যা পিজোইলেকট্রিক অবস্থার মতো। পিজোইলেকট্রিক অবস্থা হচ্ছে এমন একটি সংবেদ যা চাপের তারতম্যে ভোল্টেজের পার্থক্য দেখায়। তাই বিজ্ঞানীরা ভাইরাসনির্ভর পিজোইলেকট্রিক শক্তি উৎপাদনকারী যন্ত্র উদ্ভাবন করেছেন। তাঁরা কিছু পদ্ধতি তৈরি করেছেন যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শক্তি উৎপাদনকারী দক্ষ ভাইরাস প্রস্তুত করা সম্ভব। বিজ্ঞানী লি আশাবাদী যে তাঁর এই ক্ষুদ্রমাত্রার বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্রটি কিছুদিন পর আরও আধুনিকায়িত হবে এবং আরও বেশি বিদ্যুৎ সরবরাহ করে মোবাইল ফোনকে চার্জিত করতে ব্যবহূত হবে।
দিবাকর সাহা 

No comments

Powered by Blogger.